সূচক ও লেনদেন উভয়ই কমেছে

Posted on April 30, 2023

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪২টি কোম্পানির ৯ কোটি ৭৬ লক্ষ ৩৭ হাজার ১০৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৯৩ কোটি ১৫ লক্ষ ৩৩ হাজার ৪৫৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১১.৩৭ পয়েন্ট কমে ৬২৬২.৬৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.১৫ পয়েন্ট কমে ২২০২.৪২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.০৭ পয়েন্ট কমে ১৩৫৯.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্ক, জেমীনি সী ফুড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিঃ, রহিমা ফুড, জেনেক্স ইনফোসেস, সী পার্ল বীচ্, সোনালি পেপার ও অলিম্পিক ইন্ডাঃ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লাফার্জ হোলসিম বাংলাদেশ লিঃ, ক্রাউন সিমেন্ট, হাক্কানী পাল্প, ইস্টার্ন হাউজিং, সিনোবাংলা ইন্ডাঃ, রহিমা ফুড, আইসিআইসি লিঃ, মিডল্যান্ড ব্যাংক, যমুনা ব্যাংক ও ইউনিয়ন ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এপেক্স ফুডস, মনোস্পুল পেপার, সী পার্ল বীচ্, এপেক্স ফুটওয়্যার, আমরা টেকনোলজি, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, ন্যাশনাল ফীডস, লিগেসী ফুট্ওয়্যার ও কোহিনুর কেমিক্যাল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৫৬৯০৭৪০১১৩৬.০০