৭২ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়া

Posted on April 30, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন। খালেদা জিয়ার হার্টে থাকা দুই ব্লকের চিকিৎসার বিষয়ে বৈঠক করে এ তথ্য জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

রোববার (৩০ এপ্রিল) খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে তার চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইং।

মিডিয়া উইং থেকে জানানো হয়, সব শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই খালেদা জিয়ার হার্টে থাকা দুই ব্লকের চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেবেন ১০ সদস্যের মেডিকেল বোর্ড।

এর আগে, শনিবার (২৯ এপ্রিল) সপ্তমবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপার্সন।

উল্লেখ্য, খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, আথ্রাইটিস, ডায়াবেটিস, চোখের জটিলতাসহ নানা রোগে আক্রান্ত। গত বছরের জুনে বেগম জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর একটি ব্লকে রিং পরানো হলেও এখনও দুইটি ব্লকের চিকিৎসা বাকি।