চিলির তামা রফতানি বেড়েছে ৯.৯ শতাংশ

Posted on April 30, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : গত মাসে চিলিতে তামা রফতানি ২০২২ সারের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বিশ্বজুড়ে ধাতুটির চাহিদা বৃদ্ধি, বিশেষ করে জিরো কভিড-১৯ নীতি থেকে সরে আসায় চীনে চাহিদায় উল্লম্ফন রফতানি বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেছে।

বর্তমানে চিলি বিশ্বের শীর্ষ তামা উত্তোলক দেশ । ধাতুটির বৈশ্বিক সরবরাহের এক-তৃতীয়াংশই আসে চিলি থেকে। দেশটির জাতীয় আয়ের গুরুত্বপূর্ণ উৎস এ ধাতু। মার্চে দেশটি ৪৫৯ কোটি ডলারের তামা রফতানি করেছে। ফেব্রুয়ারির তুলনায় রফতানি আয় বেড়েছে ৩৩ শতাংশ। এক বছরের মধ্যে এটিই সর্বোচ্চ আয়।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, চিলির খনিগুলোয় পানি সংকট ও প্রকল্পে বিলম্বের কারণে তামা উত্তোলন ছয় বছরের সর্বনিম্নে নেমে গিয়েছিল। গত মাস থেকে উত্তোলন ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এটি লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) মজুদ পরিস্থিতির জন্য স্বস্তির খবর। কারণ সেখানে তামার মজুদ ১৮ বছরের সর্বনিম্নে অবস্থান করছে। এদিকে ধাতুটির রফতানি বাড়ায় চিলি সরকারের আয়ও বেড়েছে লক্ষণীয় মাত্রায়। গত মাসে বাণিজ্যে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২৯০ কোটি ডলারে।