নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ২৮ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ শনিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো বোর্ড সভা শেষে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিবেন এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে এ বি ব্যাংক লিমিটেড দুপুর ১২ টায়, সাইনপুকুর সিরামিক লিমিটেড দুপুর দেড় টায়, বেক্সিমকো গ্রিন সুকুক আল ইসতিসনা দুপুর সাড়ে ১২ টায়, হামিদ ফেব্রিক্স লিমিডেট দুপুর সাড়ে ১২ টায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সকাল সাড়ে ১১টায়, রেনেটা লিমিডেট দুপুর ১২ টায়, সমরিতা হাসপাতাল লিমিটেড সাড়ে ৭ টায়, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড বিকেল ৪ টায়, মীর আক্তার হোসেন লিমিডেট সন্ধ্যা ৬ টায়, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট বিকেল ৩ টায়, মুন্নু এগ্রো এন্ড সিরামিক বিকেল সাড়ে ৪ টায়। এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড বিকেল ৪ টায়, ক্রাইন সিমেন্ট প্লাস্টিক দুপুর ১২ টায়, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড দুপুর ১টায়, আমান কটন ফাইব্রাস লিমিটেড বিকেল ৫ টায়, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড বিকেল ৪ টায়, যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড বিকেল ৩ টায়, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড বিকেল ৪ টায়, আমরা টেকনোলজিস লিমিটেড দুপুর সাড়ে ১২ টায়, আমরা নেটওয়ার্ক লিমিটেড সকাল সাড়ে ১০টায়। আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড বিকেল সাড়ে ৩ টায়, ডেল্টা স্পিনার্স লিমিটেড বিকেল ৩ টায়, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড বিকেল ৩টায়, আর.এন স্পিনিং মিলস লিমিটেড বিকেল ৩ টায়, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড সকাল সাড়ে ১১টায়, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দুপুর আড়াই টায়, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড বিকেল ৩ টায়, রহিমা ফুডস করপোরেশন লিমিডেট বিকেল ৩ টায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আজ ২৮ কোম্পানির বোর্ড সভা https://corporatesangbad.com/26222/ |