২৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Posted on April 29, 2023

নিজস্ব প্রতিবেদক : ১৯৯৭ সালে ফেনী জেলার পরশুরাম থানাধীন এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২৬ বছর যাবৎ পলাতক আসামী মোঃ ইব্রাহীম প্রকাশ মুন্সী মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শনিবার (২৯ এপ্রিল) গভীর রাতে ইব্রাহীম প্রকাশ মুন্সী মিয়া (৫৯)কে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন এলাকা হতে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামি তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে ১৯৯৭ সালে পারিবারিক কলহের জের ধরে নিজ স্ত্রী’কে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। হত্যার পর তার বিরুদ্ধে ফেনী জেলার পরশুরাম থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলা রুজুর পর হতেই সে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপন করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত উক্ত মামলায় ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৯৯ সালে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। আত্মগোপনে থাকাকালীন সময়ের মধ্যে সে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে একপর্যায়ে সৌদি আরব পাড়ি জমায়। সৌদি আবর থেকে সে দীর্ঘ ২৫ বছর পর দেশে ফিরে আসে। দেশে এসে ধৃত আসামী গাজীপুর মহানগরীর গাছা থানাধীন এলাকায় আত্মগোপনে থাকে। সে জানায়, কিছুদিন দেশে থেকে আবার সৌদি আবর চলে যাবে। এরই মাঝে র‌্যাব কর্তৃক সে গ্রেফতার হয়।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।