প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ

Posted on April 28, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ওই প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।

ট্রাস্টি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

বছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০৫ পয়সা। আগের বছর একই সময় ফান্ডটি আয় করেছিল ৪৫ পয়সা।

গত ৩১ মার্চ তারিখে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির প্রতি ইউনিটের এনএভি হয়েছে ১৩ টাকা ২০ পয়সা।