সূচকের সাথে বেড়েছে লেনদেনও

Posted on April 27, 2023

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫১টি কোম্পানির ১৫ কোটি ৯০ লক্ষ ৫৯ হাজার ১১৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৬৭ কোটি ৬৯ লক্ষ ১৫ হাজার ৩৫৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৭.৭১ পয়েন্ট বেড়ে ৬২৭৪.০৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৬৫ পয়েন্ট কমে ২২০৮.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.১০ পয়েন্ট বেড়ে ১৩৬২.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, ইউনিক হোটেল, বিএসসি, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুটওয়্যার ও আইটিসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইটিসি, অ্যাপেক্স ফুড, রহিমা ফুড, কোহিনুর কেমিক্যাল, লিব্রা ইনফিউশন, হাইডেলবার্গ সিমেন্ট, নর্দার্ন জুট, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এম্বী ফার্মা ও বসুন্ধরা পেপার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- উত্তরা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আরামিট সিমেন্ট, জেমিনী সী ফুড, লিগ্যাসী ফুটওয়্যার, ইউনিক হোটেল, বিডি অটোকারস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড ও সী পার্ল বীচ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৬০৫৭৬৯৫৯২১৪.০০।