অর্থনৈতিক সংকট নিয়ে আইএফএমের সতর্কবার্তা

Posted on January 2, 2023

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, নতুন বছর ২০২৩ সালে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হবে।

জর্জিয়েভা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা মন্থর হওয়ায় গেল বছরের তুলনায় চলতি বছর আরও কঠিন হতে যাচ্ছে। সিবিএস নিউজের ফেস দ্য নেশন প্রোগ্রামে জর্জিয়েভা এ মন্তব্য করেন।

ক্রিস্টালিনা জর্জিয়েভা শঙ্কা প্রকাশ করে বলেন, আমাদের ধারণা নতুন বছরে বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দায় পড়বে। এমনকি যেসব দেশ মন্দায় পড়বে না, সেখানেও কোটি কোটি মানুষ মন্দা অনুভব করবে। ইউক্রেনে যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার ও চীনে কোভিডের বিস্তৃতি বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করায় এমনটা হতে যাচ্ছে।

বর্তমানে আন্তর্জাতিক সংগঠন আইএমএফের সদস্য দেশের সংখ্যা হলো ১৯০। দেশগুলো সম্মিলিতভাবে বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করে। আইএমএফের অন্যতম প্রধান কাজ হচ্ছে অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে আগেভাগে সতর্ক করা। খবর বিবিসির।