বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে সাবিত হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামে ঘটনাটি এ ঘটনাটি ঘটে। নিহত সাবিত যশোরের শার্শা উপজেলার জামতলা টেংরা গ্রামের প্রবাসী লিটন হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ঈদের দ্বিতীয় দিন বিকালে সাবিতের মা ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলতে যায় সাবিত।কিন্তু সবাই ফিরে এলেও সাবিত বাড়িতে না ফিরলে সবাই খোজাখুজি করে না পেয়ে এক পর্যায়ে নিকটস্থ পুকুরের পানিতে ৩০ মিনিট খোজাখুজির পরে ডুবুন্ত অবস্থায় সাবিতকে পাওয়া যায়।ততক্ষনে শিশু সাবিত মারা গেছে। সাবিতের অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের ইউপি সদস্য মিন্টু মিয়া জানান, আমি খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাই এবং তার দাদার বাড়িতে খবর পাঠাই। মৃতের দাদা দাদি আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু https://corporatesangbad.com/25530/ |