রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে রাবি উপাচার্যের অভিনন্দন

Posted on April 25, 2023

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

সোসবার (২৪ এপ্রিল) রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার ব্যক্তিগত ফেসবুক পেইজে এই অভিনন্দন জানান।

ভিনন্দনবার্তায় তিনি বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে অভিষিক্ত হলেন জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে অভিষেক গ্রহণের মধ্য দিয়ে বিধান অনুযায়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আচার্য হিসেবেও মহামান্যের অভিষেক সম্পন্ন হলো। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য মৃত্তিকার সন্তান, আমাদের পরম আত্মীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য, সেই অর্থে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্ব গ্রহণে আমরা আনন্দিত। এই মাহেন্দ্রক্ষণে নব-অভিষিক্ত মহামান্যকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য হিসেবে গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন জানাই। একইসঙ্গে একটানা দশ বছরের কর্মজীবনের আনন্দঘন পরিসমাপ্তিতে বিদায়ী রাষ্ট্রপতির অবদানকে শ্রদ্ধাবনত চিত্তে স্মর