সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের মো.শওকত সরকার (৩০) নামের এক যুবক যমুনা নদীতে মাছ ধরে ফেরার পথে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে। তিনি বিনানই গ্রামের শাহনূর সরকারের ছেলে।
নিখোঁজের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শওকত সরকার, ভাই ও ভাতিজার সাথে রাতে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যায়। ভোরে মাছ ধরে ফেরার পথে নৌকা পাড়ে পৌঁছার আগেই তিনি নৌকা থেকে পড়ে ডুবে যায়। পরে জাল দিয়ে কয়েক ঘণ্টা ধরে নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ( দুপুর ২টা) মো. শওকত সরকারকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা জানান, ৩জন মিলে বাড়ির পাশের যমুনা নদীতে মাছ ধরতে যায়। ফেরার পথে শওকত সরকার নৌকা থেকে পড়ে ডুবে যায়। তার খোঁজে যমুনার পাড়ে পরিবারসহ এলাকার শত শত মানুষ আহাজারি করছেন।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই শামছুল হক জানান খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চৌহালীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ https://corporatesangbad.com/25457/ |