ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Posted on April 25, 2023

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে একটি সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিষয়ক সংস্থা (বিএমকেজি) এই তথ্য জানায়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানায়, ভূমিকম্পটির উৎসস্থল ৮৪ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের ফলে প্রাথমিক একটি সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা বলেছে, এপিসেন্টারের সবচেয়ে নিকটবর্তী দ্বীপ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।

বিএমকেজি বলেছে, ভূমিকম্প আঘাত হানা এলাকার বাসিন্দারা যেন সাগরের তীর থেকে দূরে অবস্থান করে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, কম্পন কিছুটা শক্তিশালী ছিল। তবে, এখনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি। সূত্র : রয়টার্স।