সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে

Posted on April 18, 2023

পুঁজিবাজার ডেস্ক : পবিত্র ঈদ-উল ফিতরের আগে আজ মঙ্গলবার শেষ কর্মদিবস পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১১টি কোম্পানির ৭ কোটি ৮৪ লক্ষ ১৪ হাজার ৪১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৫৮ কোটি ৫৪ লক্ষ ১৪ হাজার ৮০১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৫.৬০ পয়েন্ট বেড়ে ৬২২৮.৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৭৮ পয়েন্ট বেড়ে ২২০২.৮৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৮১ পয়েন্ট বেড়ে ১৩৪৯.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিক হোটেল, জেমীনি সী ফুড, এপেক্স ফুটওয়্যার, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসেস, আমরা নেটওয়ার্ক, সী পার্ল বীচ্, নাভানা ফার্মা, ওরিয়ন ইনফিউশন ও বিএসসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নাভানা ফার্মা, ন্যাশনাল ফীড, মিডল্যান্ড ব্যাংক, মেট্রো স্পিনিং, এপেক্স ফুটওয়্যার, ন্যাশনাল টি কোং, মুন্নু অ্যাগ্রো, লিগেসী ফুটওয়্যার, মনোস্পুল পেপার ও সোনালিআঁশ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, জুট স্পিনার্স, ইনটেক লিঃ, ইস্টার্ন হাউজিং, বিডি অটোকারস, জেমীনি সী ফুড, বীচ্ হ্যাচারী, জেনেক্স ইনফোসেস, আইসিআইসিএল ও এডিএন টেলিকম।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৩৮৮৮৯৭৯৯০২৬.০০।