সুন্দরবনে আত্মসমর্পনকারী জলদস্যূদের মাঝে র‌্যাব-৬ এর ঈদ সামগ্রী বিতরণ

Posted on April 18, 2023

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সুন্দরবনে বিভিন্ন সময় আত্মসমর্পনকারী ১৫ জন জলদস্যুর মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেছে র‌্যাব-৬।

সোমবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পে এ সব ঈদ উপহার সামগ্রী ও অার্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় র‍্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব হোসাইন খান উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী তুলে দেন।

এ সব জলদস্যূরা ২০১৭ সালে আইনশৃংখলা বাহিনীর কাছে আত্মসমর্পন করেছিলো। বর্তমানে তারা কৃষিকাজ সহ অন্যান্য পেশায় নিয়োজিত রয়েছেন।

ঈদ উপহার ও আর্থিক সহায়তা পাওয়া প্রাক্তন জলদস্যূরা হলেন-সাতক্ষীরার মো. সোলায়মান গাজী, মো. আনোয়ারুল ইসলাম গাজী, মো. আলম সানা, মুকুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, নাজমুল মল্লিক, সাদ্দাম তরফদার, মো. মাসুম বিল্লাহ, মো. সবুজ হোসেন, মো. আব্দুল করিম ওরফে ম্যাজিক, মো. সেলিম মোড়ল, মো. এবাদুল ইসলাম, তইবুর মোড়ল, শেখ আবু জাফর ও যশোরের অভয়নগরের আমিরুল ইসলাম।

র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর গালিব বলেন, প্রতিবছর ঈদ উপলক্ষ্যে র‌্যাবের উদ্যোগে প্রাক্তন জলদস্যূ ছাড়াও দুঃস্থ ও গরীব সহ বিভিন্ন মানুষের মাঝে এ ধরনের উপহার বিতরন করে থাকে। বিভিন্ন সময়ে আত্মসমর্পন করা ১৫ জলদস্যূদের মাঝে এই ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।