মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব মহা সাংগ্রেং বা জলকেলি উৎসব শুরু হয়। সোমবার(১৭ এপ্রিল) দুপুর থেকে জেলার রাখাইন পল্লীগুলোতে চলছে উৎসবমুখর পরিবেশ।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে তিনদিন ব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। পুরোনো বছরের পাপ এবং কালিমা মোচনের উদ্দেশ্যে জলকেলি উৎসব আনন্দ ও উল্লাসের সাথে পালন করা হয় বলে জানান কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক।
পুরোনো বছরকে বিদায় জানিয়ে রাখাইন নববর্ষ ১৩৮৫ সালকে বরণ করে নিতে এই বুদ্ধস্নান ও জলকেলি উৎসব বলে জানান জলকেলিতে আসা রাখাইন তরূন। কক্সবাজার শহর জুড়ে ১১টি এবং জেলায় প্রায় অর্ধ শতাধিক জলকেলি উৎসবের প্যান্ডেল সাজানো হয়।
পুরো প্যান্ডেল জুড়ে একে অপরকে বালতি হাতে পানি ছিটিয়ে জলকেলি উৎসবে মেতেছে রাখাইন তরূন তরূণীরা। জলকেলি উৎসবে রাখাইন সম্প্রদায়ের মুখে উচ্চারিত হয় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়।
১৮ এপ্রিল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা প্রশাসক মো: শাহিন ইমরান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তিপ্তি চাকমা। তিনদিন ব্যাপী উৎসব শেষ হবে আগামী ১৯ এপ্রিল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু https://corporatesangbad.com/25146/ |