ঈদের ছুটিতে মেট্রোরেল চলবে

Posted on April 18, 2023

নিজস্ব প্রতিবেদক : ঈদের দিনসহ ঈদের ছুটির সময় মেট্রোরেল চলাচল করবে। ঢাকা মাস ট্রান্সজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ‘আমরা ঈদের দিনসহ ঈদের ছুটির সময়ে মেট্রোরেল চালানোর পরিকল্পনা করেছি’। তিনি বলেন, এমআরটি লাইন-৫ (উত্তরাঞ্চলীয় রুট) এর কাজ আগামী জুলাই মাসে শুরু হবে। তিনি বলেন, ডিপোর উন্নয়নের সাথে নির্মাণ কাজ শুরু হবে।

সিদ্ধান্ত অনুযায়ি, আগামী ২০ এপ্রিল থেকে ঈদের পরের দিন পর্যন্ত ঈদের ছুটির সময়ে, সকাল ৮ টা থেকে ১০ মিনিট বিরতির পরিবর্তে, ২০ মিনিট বিরতি দিয়ে দুপুর ২টা পযর্ন্ত ট্রেন চলবে। আর, ঈদের দিন দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পযর্ন্ত মেট্রোরেল চলবে।

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মেট্রোরেল গত বছরের ২৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৭ এপ্রিল পযর্ন্ত মোট ১৩ লাখ ৫৮ হাজার যাত্রী পরিবহন করেছে। এতে আয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।

আরও পড়ুন:

ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জঙ্গিবাদ ও মাদক-দূনীতির বিরুদ্ধে কথা বলতে আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনই শিডিউল বিপর্যয়