নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষের গড় আয়ু কমেছে। বর্তমান গড় আয়ু নেমে এসেছে ৭২ দশমিক ৩ বছরে। এর আগে, দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর।
সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে। প্রকল্প পরিচালক আলমগীর হোসেন ‘গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য’ উল্লেখ করে বলেছেন, ‘এটি কোভিডের কারণে কমতে পারে।’
বিবিএস জানায়, দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। এ ছাড়া পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ছয় বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক এক বছর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান। এতে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন।
জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ আট কোটি ১৪ লাখ এবং নারী আট কোটি ১৩ লাখ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো এক দশমিক ৩৭ শতাংশ।
রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল উপস্থাপন করে প্রকল্প পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের কারণে কমতে পারে।’
আরও পড়ুন:
জঙ্গিবাদ ও মাদক-দূনীতির বিরুদ্ধে কথা বলতে আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দেশের মানুষের গড় আয়ু কমেছে https://corporatesangbad.com/25045/ |