আয়ারল্যান্ডের কোম্পানির সাথে জেনেক্স ইনফোসিসের চুক্তি

Posted on April 17, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড ব্যবসার পরিধি আরও বাড়াচ্ছে। কোম্পানিটি আয়ারল্যান্ডভিত্তিক আইটি প্রতিষ্ঠান হোয়ালকো টেকনোলজি লিমিটেডের কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয়েছে। রাজধানীর নিকুঞ্জে অবস্থিত জেনেক্স ইনফোসিসের কার্যালয়ে এই চুক্তি অনুষ্ঠিত হয়েছে।

জেনেক্স সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, এই চুক্তির আওতায় জেনেক্স কোম্পানিটিকে কনটেন্ট ও ডাটা সংক্রান্ত বিভিন্ন সেবা দেবে। এ থেকে জেনেক্স বছরে ৭ কোটি ৭৮ লাখ টাকা রাজস্ব আয় করবে।