জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের

Posted on April 17, 2023

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে আজিম উদ্দীন (৩৫) এক যুবক নিহত হয়েছেন। তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আজিম পেশায় মাইক্রোবাস চালক ও উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলি গ্রামের রমজান আলীর ছেলে।

রোববার রাত ৮ টার দিকে তাদের বাড়ির আঙ্গিনায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজিমদের সঙ্গে চাচাতো ভাই মেহেদী হাসানদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে ইসরাইল হোসেনের ছেলে চাচাতো ভাই মেহেদি হাসানের তর্কবিতর্ক হয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আজিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করে।

স্থানীয় মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান খান বলেন, এ ঘটনায় তত্বিপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা তফসির হোসেন ও টুআইসি মসিউল আজম অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেফতার করেছে।

এদিকে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো থানায় কোন মামলা হয়নি।

আরও পড়ুন:

বলৎকারের পর শিশু হত্যা: ঝিনাইদহে একজনের ফাঁসির আদেশ