নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গোল্ডেন সনের ঋণমান হয়েছে দীর্ঘমেয়াদে ‘বিবিবি -৩’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৪ এবং ‘এসটি -১’ সম্পূর্ণ আচ্ছাদিত সুবিধা কোম্পানিটির বর্তমান রেটিং স্থিতিশীল অবস্থায় আছে। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২২ ডিসেম্বর হিসাব বছরের, ব্যাংকের দায়বদ্ধতার অবস্থান, আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হলো; ২০১৭ সালে ২৩ টাকা ০৯ পয়সা, ২০১৮ সালে ২২ টাকা ০৫পয়সা, ২০১৯ সালে ২১ টাকা ০৮ পয়সা, ২০২০ সালে ২০ টাকা ০৩ পয়সা এবং ২০২১ সালে ২০ টাকা ২২ পয়সা।
পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের ভিতরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে; ২০১৭ সালে লোকসান ১ টাকা ২৭পয়সা, ২০১৮ সালে লোকসান ১ টাকা ০৪ পয়সা, ২০১৯ সালে লোকসান ৯৯ পয়সা, ২০২০ সালে লোকসান ১ টাকা ০৫ পয়সা এবং ২০২১ সালে আয় ৩০ পয়সা।
জানা যায়, ২০২১-২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্যপর্যবেক্ষনে দেখা যায়, বিগত ২ বছরের মধ্যে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০২০ সালে ২.৫০ শতাংশ, ২০২১ সালে ২.৭৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। কোম্পানিটি গত ৫ বছরের মধ্যে কোন বোনাস শেয়ার ঘোষণা করেনি।
পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ৫০০ কোটি অনুমোদিত মূলধন নিয়ে ২০০৭ সালে দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমান ১৭১ কোটি ৭৩ লাখ টাকা । কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ১৭ লাখ ২৯ হাজার ৭৭২ টি । তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৮.৯৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১১৭.০৩ শতাংশ শেয়ার, বিদে এবং বাকি ৪৩.৯৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
একবছরে দর ওঠানামা হয়েছে ১৬.০০-২২.৭০ টাকা মধ্যে এবং গতকালকের সমাপণি দর ছিলো ১৮.২০ টাকা আজকের ওপেনিং দর ১৮.২০ টাকা । পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রকেীশল’ খাতের কোম্পানিটি বতমানে ’B’ ক্যাটাগরিতে অবস্থান করতেছে।
আরো দেখুন........বিদায়ী বছরে বিও হিসাব কমেছে দেড় লাখেরও বেশি
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গোল্ডেন সনের ক্রেডিট রেটিং প্রকাশ https://corporatesangbad.com/2490/ |