24 C
Dhaka
অক্টোবর ১৭, ২০১৯
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন ভিডিও গ্যালারী

‘হাউজফুল ৪’-এর ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক; মুক্তি পেল ‘হাউজফুল ৪’-এর ট্রেলার। অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, কৃতি শ্যানন, ববি দেওলদের এই সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পরপরই ইউটিউবে তার কয়েক লক্ষ ভিউ হয়ে যায়।

ট্রেলারে অক্ষয় থেকে রিতেশ কিংবা কৃতি, পূজা হেগড়েদের দুটি করে চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অক্ষয় কুমার, কৃতি শ্যানন, ববি দেওল, কৃতি খারবান্দা, রিতেশ দেশমুখ এবং পূজা হেগড়ের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং রানা দাগ্গুবতিকেও। আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালার এই সিনেমা।

প্রসঙ্গত, প্রথমে হাউজফুল ৪-এর পরিচালনার দায়িত্বে ছিলেন ফারহা খানের ভাই সাজিদ খানের। কিন্তু সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায়, শেষ পর্যন্ত এই সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয় ফারহা খানের ভাইকে। পরে ফারাদ সমজির পরিচালনাতেই মুক্তি পায় এই সিনেমার ট্রেলার।

আরও পড়ুন: আগামী ঈদে মুক্তি পাবে শাহেনশাহ

প্রিন্ট করুন প্রিন্ট করুন

আরো খবর »

এবার বাংলা ভাষায় মুক্তি পাবে নিরবের ’বাংলাশিয়া’

*

অনেক বিষয় রয়েছে যা বললে সিদ্দিক গ্রেফতার হবেন: মিম

*

জনপ্রিয় পপ তারকার মরদেহ মিললো নিজ ঘরে

*