বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ বিপ্লব হোসেন (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতের ঘুনাথপুর সীমান্ত এলাকার কাঁচা রাস্তার ওপর হতে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। সে ভারত থেকে অবৈধ পথে গাঁজা এনে দেশের অভ্যন্তরে পাচার করছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বেনাপোলে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার https://corporatesangbad.com/24703/ |