সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ যমুনা নদীতে গোসর করতে গিয়ে শিশির খান (২০) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। সে শহরের রজব আলী মেমোরিয়া বিজ্ঞান কলেজের দ্বি-বর্ষের শিক্ষার্থী। শিশির খান শহরের পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার আলম খানের ছেলে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার চর-মালশাপাড়া যমুনা নদীর ৩নং চায়না বাঁধ এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, প্রচণ্ড তাপদাহ চলতে থাকায় ৪ বন্ধু মিলে যমুনা নদীতে গোসল করতে যায় তারা। এসময় নদীর পাড়ে বাধা থাকা নৌকা থেকে লাফ দিলে মুহুর্তে পানিতে ডুবে যায় শিশির।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কলেজ ছাত্রসহ ৪ বন্ধু একসঙ্গে গোলস করতে নামে। গোসল করার সময় শিশির খান পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিদর্শন করা হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রুহল আমিন বলেন, কলেজ ছাত্র নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ডুবুরি দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিসের সদ্যদের খবর দেওয়া হয়েছে'। তারা আসলেই উদ্বার অভিযান চলবে বলে জানান তিনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ https://corporatesangbad.com/24612/ |