27.5 C
Dhaka
সেপ্টেম্বর ২১, ২০১৯
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
পুঁজিবাজার লীড নিউজ শেয়ার বাজার

সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন

DSE-CSE-3

শেয়ারবাজার ডেস্ক: দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর। সূত্র: ডিএসই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই‘তে ৪০৭ কোটি ০৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৫ কোটি ৮২ লাখ টাকা বেশি। গতদিন এ বাজারে ৩৭১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ২৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫৮ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৬৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫০ টির, কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির।

আরও পড়ুন: আগামীকাল শেয়ারবাজার বন্ধ

প্রিন্ট করুন প্রিন্ট করুন

আরো খবর »

ইস্টার্ন হাউজিংয়ের নগদ লভ্যাংশ সুপারিশ

*

লভ্যাংশ সুপারিশ করেছে দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যাল লিমিটেড

*

প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং কার্যক্রম চালু করবে মার্কেন্টাইল ব্যাংক

*