সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে

Posted on April 13, 2023

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে সামান্য।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০৭টি কোম্পানির ৫ কোটি ৮৯ লক্ষ ৯০ হাজার ৭৮৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১৪ কোটি ১৩ লক্ষ ২০ হাজার ৮৪৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১০.৩০ পয়েন্ট বেড়ে ৬২১৫.১৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৭৯ পয়েন্ট বেড়ে ২২০১.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৯৭ পয়েন্ট বেড়ে ১৩৪৭.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- আমরা নেটওয়ার্ক, ইস্টার্ন হাউজিং, বিএসসি, জেনেক্স ইনফোসেস, ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক ইন্ডাঃ, এপেক্স ফুটওয়্যার, আরডি ফুড, ইউনিক হোটেল ও জেমীনি সী ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- তসরীফা ইন্ডাঃ, ওরিয়ন ইনফিউশন, জেমীনি সী ফুড, এপেক্স ফুডস, বিডি অটোকারস, মে্েট্রা স্পিনিং, বেঙ্গল উইন্ডসোর, এপেক্স ট্যানারী, আরডি ফুড ও বিএসসি।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিগেসী ফুটওয়্যার, ইউনিয়ন ব্যাংক, প্রাইম লাইফ ইন্সুঃ, মিডল্যান্ড ব্যাংক, রূপালি লাইফ ইন্সুঃ, নরদার্ন ইন্সুঃ, এডিএন টেলিকম, মেঘনা লাইফ ইন্সুঃ, ফারইষ্ট লাইফ ইন্সুঃ ও সমতা লেদার।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৩০২৬০৩৫৩৯২৫.০০।