চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-বোয়ালখালী আঞ্চলিক সড়কে রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বোয়ালখালী উপজেলার মীরপাড়ার মো. সেলিম, মিরসরাই এলাকার অঞ্জনা আকতার, পটিয়ার মো. জালাল ও বাবুল দে। অপর একজনের পরিচয় মেলেনি। আহত অবস্থায় অজ্ঞাত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রীবাহী বাসটি শহরের দিকে যাচ্ছিল। পথে চট্টগ্রাম-বোয়ালখালী আঞ্চলিক সড়কে রায়খালী এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই বাসটি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন এবং আহত হন দুজন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫ https://corporatesangbad.com/24343/ |