সাইফুল ইসালাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী রায়পুরা মরজালে বাস্টেন্ট এলাকায় ডিলার দানা মিয়ার গুডাউন থেকে চাউলের ডিলারের কাছ থেকে তালা ভেঙ্গে ৩০ বস্তা চাউল চুরি। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক তারাবির নামাজের সময় গুডাউনে থাকা টিসি বি এর চাউল এক দৃষকৃতি লোকের তালা ভেঙ্গে ৩০ বস্তা চাউল অটো দিয়ে নিয়ে যায় সি সি টিভি ফোটেজে দেখা গিয়েছে।
চাউলের ডিলার দানা মিয়া সংবাদ কর্মী রুদ্র কে বলেন প্রতিদিনের মত আমি সাধারন মনুষ কে চাউল বিতনর করে বাড়িতে গিয়ে ইফতারি করি আমি তারাবির নামাজে চলে যাই তারাবির নামাজ পড়ে আমার গুডাউনে এসে দেখি যে আমার গুডাউনে থাকা চাউল তালা ভেঙ্গে নিয়ে যায়।
আমি তাক্ষনিক মরজাল সমতা বাজারের পরিচালনা কমিটির সভাপতি দুলাল খা ও সেগেটারিকে অবগর করি।তারা বিষয় টি কে নিয়ে খুবই দুঃখ প্রকা করেন। শুধু তাই নয় রায়পুরা উপজেলার চাউলের কর্মকর্তাদের কে অবগত করি মরজাল ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান কেও অবগত করেছি। আমাক উপজেলা কর্মকর্তারা বলেছে এই চুরির বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্তা নেয়া হবে।
এই বিষয়ে রায়পুরা থানার ওসি আইজুল ইসলাম সংবাদ কর্মী রুদ্র কে বলে যেহেতু বিষয়টি আপনারা আমাকে অবগত করেছেন আমার কাছে লিখিত অভিযোগ দিলে প্রকৃত অপরাধিকে খুজে বের করে আইনে আওতায় আনা হবে।
এই দিকে রায়পুরা উপজেলা টিউনো আজগর হোসেন সংবাদ কর্মীদের কে জানান যেহেতু ৩০ বস্তা চুরি হয়েছে বলে আমাকে জানিয়েছেন তাই আমি বিষয়টি দেখবো।
এদিকে ডিলার দানা মিয়া মোবাইল ফোনে সংবাদ কর্মীদেরকে বলেন আমাকে অফিসাররা রায়পুরা উপজেলায় যওয়ার জন্য বলেছে তাই আমি উপজেলায় যাচ্ছি। যেই চুরি করোক না কেন এই বিষয়টি নিয়ে আমি আইনগত ব্যবস্থা নেবো।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রায়পুরায় তালা ভেঙ্গে ৩০ বস্তা চাউল চুরি https://corporatesangbad.com/24240/ |