২০২৭ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত

Posted on April 12, 2023

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। ফ্রান্সে প্রবাসীদের সঙ্গে এক আলোচনাসভায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ইকোনমিক টাইমসের।

গোয়েল বলেন, এখন আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। কিন্তু ২০২৭-২০২৮ অর্থবছরের মধ্যে আমরা তৃতীয় বড় অর্থনীতির দেশ হবো। বর্তমানে ভারতের অর্থনীতি তিন দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের। কিন্তু ২০৪৭ সালের মধ্যে এই অর্থনীতি দাঁড়াবে ৩০ থেকে ৩৫ ট্রিলিয়ন ডলারে।

মন্ত্রী বলেন, গত বছর ভারতের রপ্তানি ছিল ৬৭৬ বিলিয়ন ডলার। সব কিছুতে তরুণ ও আগ্রহী ভারতীয়দের অনুভূতি প্রতিফলিত করাই আমাদের লক্ষ্য ছিল।

এর আগে গত বছর যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে উঠে আসে ভারত। ফলে ব্রিটিশরা নেমে গেছে ষষ্ঠ অবস্থানে।

২০১৪ সালে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণ করেন। তখন ভারত বিশ্বের ১০তম অর্থনীতির দেশে পরিণত হয়। পরবর্তী সাত বছরে দেশটির অর্থনীতি ৪০ শতাংশ বেড়েছে। ভারতের চেয়ে ভালো করেছে চীন। কারণ একই সময়ে চীনের অর্থনীতি সম্প্রসারিত হয়েছে ৫৩ শতাংশ।