ফোনে দ্রুত চার্জ শেষ হয় কেন?

Posted on April 11, 2023

অনলাইন ডেস্ক : জরুরি কাজ করছেন। স্মার্টফোনের চার্জ শেষ! এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককেই। স্মার্টফোনে চার্জ কেন দ্রুত শেষ হয়ে যায়- এ প্রশ্নও রয়েছে অনেক ব্যবহারকারীর। তাহলে সমস্যার সমাধান করবেন কীভাবে।

চলুন জেনে নেই এ সমস্যার কারণ এবং সমাধানের উপায়-

একাধিক অ্যাপ খোলা: ফোনে একসঙ্গে অনেক অ্যাপ খোলা থাকলে এমন হয়। যে অ্যাপ ব্যবহার করছেন, সেটি ছাড়াও আগে খোলা অ্যাপগুলো ফোনের চার্জ খায়। তাই অ্যাপ ব্যবহার শেষ হলে র‌্যাম পরিষ্কার করে নিন।

ফোনে অনেক অ্যাপ: অনেকের ফোনে প্রচুর অ্যাপ ইনসটল করা থাকে। হয়তো অতগুলো অ্যাপ আপনি ব্যবহারই করেন না। বেশি অ্যাপ থাকলে ফোন ধীরে ধীরে কাজ করে। চার্জও খায় অনেক।

ফোন স্ক্রিন অফ টাইম: স্ক্রিনের আলো নিভে যাওয়ার সময় বাড়িয়ে রেখেছেন? তাতেই বেরিয়ে যাচ্ছে সব চার্জ। এই সময় বাড়িয়ে রাখলে ফোন দেরিতে বন্ধ হয়। ততক্ষণ আলো শুষে নেয় সব চার্জ।

ব্যাটারি দুর্বল: দীর্ঘদিন ধরে ফোন ব্যবহার করলে ফোনের ব্যাটারি দুর্বল হয়ে যায়। ফোনের ব্যাটারি দুর্বল হলে চার্জ বেশিক্ষণ ধরে রাখতে পারে না।

ফোনের আলো: ফোনের আলো পুরোটা বাড়ানো হলে কমে যায় চার্জ। ফোনের আলো খুব দ্রুত চার্জ টেনে নেয়।