নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার এলাকায় সিরামিক গোডাউনের আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগে। ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি ভবনের ৫ তলায় সিরামিক গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। মোট সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ফায়ার সার্ভিস বলছে, সিগারেটের আগুন, কিংবা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে https://corporatesangbad.com/24023/ |