পালানোর সময় ফেলে গেলেন ৭০ লাখ টাকার ৬টি সোনার বার

Posted on April 11, 2023

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোলের সীমান্তবর্তী সাদীপুর গ্রাম থেকে এ সোনার বার উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে সোনার একটি চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায়ফাঁদ পেতে থাকে। সকাল সাড়ে ১০ টার দিকে একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি‘র টহলদল তাকে ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় ওই ব্যক্তির কোমরে রাখা একটি প্যাকেট পড়ে যায়। পরে প্যাকেট তল্লাশি করে ৬টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৬৯৯ গ্রাম ও বর্তমান মূল্য ৬৯ লাখ ৯০ হাজার টাকা।

উদ্ধারকৃত সোনা বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।