মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার পাশ্ববর্তী ঘুমধুমের কচুবুনিয়া এলাকায় বাংলাদেশ মায়ানমার সীমান্তের তুমব্রু বিওপি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৪ বিজিবির সদস্যরা।
সোমবার ভোররাতে কচুবনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৪বিজিবি অধিনায়ক লে. কর্ণের মো. সাইফুল ইসলাম চৌধুরী জানান, সোমবার ভোররাতে সীমান্তের তুমব্রু বিওপি’র কচুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারিদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
৩৪বিজিবি অধিনায়ক লে. কর্ণের মো. সাইফুল ইসলাম চৌধুরী আরও জানান,মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার https://corporatesangbad.com/23912/ |