কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাফিজ মোহাম্মদ আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি ডয়েচে ভেলে নির্মিত একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় আসেন তিনি।
রোববার (৯ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ।
তিনি বলেন, ‘গ্রেপ্তারের সময় নাফিজের বাসা থেকে বিদেশি মদের পূর্ণ, অর্ধেক ও খালি বোতল এবং পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরবাইক জব্দ করা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।’
এর আগে ২০২১ সালের নভেম্বরে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। সে সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র্যাব। তখন তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছিল। তারমধ্যে একটি মাদক এবং অপরটি পর্নোগ্রাফি আইনে এবং আরেকটি বিটিআরসির অধীনে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আলোচিত সেই নাফিজ মোহাম্মদ আলম গ্রেপ্তার https://corporatesangbad.com/23852/ |