জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (৯ এপ্রিল) ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।
মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শনিবার ভোরে মালঞ্চ এলাকায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
ওসি দেলোয়ার হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপটির চালক রয়েছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
জামালপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ৩ https://corporatesangbad.com/23613/ |