চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির কারাদণ্ড

Posted on April 8, 2023

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মকসেদ আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে ৬০ লিটার তাড়িসহ তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া। সাজাপ্রাপ্ত মকসেদ আলী সাতগাড়ি পুরাতন পাড়ার মৃত রজব আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে শনিবার বেলা ১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মকসেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে মকসেদ আলীর শিকারোক্তিতে তার বাড়ির রান্নাঘরে লুকিয়ে রাখা ৬০ লিটার তাড়ি উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মকসেদ আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ' টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত মকসেদ আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।