আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: বছরের প্রথম দিনেই চুয়াডাঙ্গার স্কুলে স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে দশটায় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসব দিবসের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গায় এ বছরের প্রথম দিনেই মাধ্যমিকের ৭৯ শতাংশ শিক্ষার্থী ও প্রাথমিকের শতাংশ শিক্ষার্থী বই পাচ্ছে।
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোবাইলে অনেকেই আসক্ত হয়ে যাচ্ছে। মোবাইলে সময় না কাটিয়ে বইয়ে সময় কাটাতে হবে। বই পড়লে প্রাইভেট টিচার বা কোচিং লাগে না। বর্তমানে খুবই কম্পিটিশনের যুগ। ভালো ফলাফল করতে হলে প্রচুর পড়তে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আজকের যারা ছাত্র তারাই আগামী দিনের ভবিষ্যত। তোমাদের যোগ্য হয়ে উঠতে হবে। জিবনে উন্নতি করতে হলে সব কাজ শিখতে হবে। বইয়ের প্রতি যার ভালোবাসা আছে, সে ভালো ফলাফল করবে। শিক্ষার মান দিনে দিনে কমে যাচ্ছে।
শিক্ষকদের অনুরোধ জানিয়ে বলেন, সকল শিক্ষার্থীকে সমান গুরুত্ব দিতে হবে। দূর্বলদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বড় হয়ে দেশের কল্যাণে কাজ করো।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গির আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা, সদর উপজলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, চুয়াডাঙ্গায় প্রথম দিনেই মাধ্যমিকের শিক্ষার্থীদের ৭৯ শতাংশ বই পাচ্ছে। আও বই আসছে। কয়েকদিনের মধ্যেই সকলেই বই পাবে। এখ নপর্যন্ত বইগুলো একটু সমন্বয় কওে বিতরণ করা হচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, প্রথম দিনে জেলার প্রাথমিকের ২৬ শতাংশ শিক্ষার্থী বই পাচ্ছে। আজও বই আসবে। কালও বই আসবে। শতভাগ শিক্ষার্থীই বই পাবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গার স্কুলে স্কুলে বই উৎসব https://corporatesangbad.com/2355/ |