ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে আগুন কি না খতিয়ে দেখা হচ্ছে: ডিএমপি কমিশনার

Posted on April 8, 2023

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, রাজধানীর বঙ্গবাজারে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল। এই দ্বন্দ্বের কারণে আগুন লাগে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে এফডিসিতে এক অনুষ্ঠান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোলাম ফারুক বলেন, বঙ্গবাজারের পাশে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে বিক্ষিপ্ত কিছু জনতা হামলা করেছে। এ সময় অফিস ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলাটি পরিকল্পিত হতে পারে বলে জানাান তিনি।

তিনি বলেন, হামলার ও ভাঙচুরের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সঙ্গে ভিডিও ফুটেজের অনেকের চেহারার মিল আছে। আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি। তাদের উদ্দেশ্য কী ছিল খতিয়ে দেখা হচ্ছে। তথ্য পেলে জানাব।

এ সময় ঢাকায় আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিদের ধরার বিষয়ে গোলাম ফারুক বলেন, তাদের আইনের আওতায় আনতে সময় লাগছে। কারণ তারা স্বাভাবিক মোবাইল বা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে না।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকালে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও যোগ দেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনা হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন:

বঙ্গবাজারের বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে পাহাড় ধস, ৭ সদস্যের তদন্ত কমিটি

সার্ভার জটিলতায় ভোগান্তিতে ট্রেনের টিকিট প্রত্যাশীরা