দরপতনের শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

Posted on April 6, 2023

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ৬.৫৮ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৮৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৭৮৭ বারে ১৪ লাখ ১ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৪৪ লাখ টাকা।

স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৮ টাকা ৪০ পয়সা বা ৬.৫৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

স্ট্যাইল ক্রাফট লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৫.৯১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, ইনটেক, আমরা টেকনোলজি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, নর্দার্ণ জুট ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।