সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে

Posted on April 6, 2023

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৩টি কোম্পানির ৭ কোটি ৬২ লক্ষ ৮২ হাজার ১০৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬১২ কোটি ৩১ লক্ষ ৮৯ হাজার ৫৫৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩.১৮ পয়েন্ট বেড়ে ৬২১৪.২০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.১৪ পয়েন্ট কমে ২১৯৮.৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৫৯ পয়েন্ট বেড়ে ১৩৪৭.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্ক, অ্যাপেক্স ফুটওয়্যার, ইউনিক হোটেল, বিএসসি, জেমিনী সী ফড, সী পার্ল বীচ, এডিএন টেলিকম ও বিডি ল্যাম্পস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পেপার প্রসেসিং, মিডল্যান্ড ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, মনোস্পুল পেপার, অ্যাপেক্স ফুটওয়্যার, বিডি ল্যাম্পস, জেমিনী সী ফুড, অ্যাপেক্স ট্যানারী, তমরিফা ইন্ডাস্ট্রিজ ও অ্যাপেক্স স্পিনিং।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিগ্যাসী ফুটওয়্যার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, স্টাইল ক্র্যাফট, আজিজ পাইপস, আইএসএন, ইনটেক লিঃ, আমরা টেকনোলজি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, নর্দার্ন জুট প্রগতী লাইফ ইন্স্যুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬২৯১১৯৮৫৬১৫১.০০।