34.2 C
Dhaka
সেপ্টেম্বর ১৬, ২০১৯
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
শিরোনাম শেয়ার বাজার

সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন

DSE-CSE-4.jpg-2-4

শেয়ারবাজার ডেস্ক: দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। সূত্র: ডিএসই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই‘তে ৫৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৯৩ কোটি ৭৯ লাখ টাকা বেশি। গতদিন এ বাজারে ৪৮৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৪ টির, কমেছে ৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২১ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৪৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৭৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৫ টির, কমেছে ৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।

আরও পড়ুন: ব্লক মার্কেটে ৮টি কোম্পানির সাড়ে ৩৭ কোটি টাকা লেনদেন

প্রিন্ট করুন প্রিন্ট করুন

আরো খবর »

ক্ষমা চাইলেন গোলাম রাব্বানী

*

যাদের বিরুদ্ধে অভিযোগ আছে কেউ ছাড় পাবে না: সেতুমন্ত্রী

*

ছাত্রলীগের দায়িত্ব নিলেন জয়-লেখক

*