34.2 C
Dhaka
সেপ্টেম্বর ১৬, ২০১৯
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন

বলিউডে অভিষেক হচ্ছে মিঠুনপুত্র নামাশির

বিনোদন ডেস্ক: কার না মনে আছে ‘কহানি’-র বব বিশ্বাসকে! সেই বিখ্যাত সংলাপ ‘এক মিনিট’। বলিউডের ছবিতে ফের দেখা যেতে পারে বব বিশ্বাসকে। সূত্রের খবর, রাজকুমার সন্তোষীর ‘ব্যাড বয়’ ছবিতে অভিনয় করছেন শাশ্বত। তবে চরিত্রের নাম এখনও খোলসা করেননি। শাশ্বতের সঙ্গে ছবিতে অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে মিঠুন চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র নামাশিকে। এটাই হতে চলেছে বলিউডে তাঁর অভিষেক ছবি।

কহানির পর ২০১৭ সালে ‘জগ্গা জাসুস’ ছবিতেও দর্শকদের মন কেড়েছিলেন শাশ্বত। তাঁর চরিত্রের নাম ছিল টুটুফুটি। নেটিজেনদের বিশ্বাস ‘ব্যাড বয়’ ছবিতেও নিজের অভিনয় গুণে মুগ্ধ করবেন তিনি। এছাড়াও মুক্তির অপেক্ষায় শাশ্বত অভিনীত ‘ষড়রিপু ২: জতুগৃহ’। ইতিমধ্যেই অবমুক্ত হয়েছে শাশ্বতের ছবি ‘নেটওয়ার্ক’-এর ট্রেলার।

ছবিতে মিঠুনপুত্র নামাশির বিপরীতে রয়েছেন আমরিন কুরেশি। ফিল্ম সমালোচক তরণ আদর্শ ঘোষণা করেছিলেন,’রাজকুমার সন্তোষী বড়পর্দায় নিয়ে আসছেন মিঠুনের ছোট ছেলে নামাশিকে। তাঁর সঙ্গে রয়েছেন আমরিন কুরেশি। ছবির প্রযোজক ইনবক্স পিকচার্স’।

২০০৮ সালে ‘জিম্মি’ ছবিতে বলিউডে অভিষেক হয়েছিল মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তীর। তবে বলিউডের শক্ত মাটিতে সাফল্যের স্বাদ পাননি মিঠুনপুত্র। বাংলা ছবিতেও অভিনয় করেছেন মহাক্ষয়। কিন্তু তাঁকে পছন্দ করেননি দর্শকরা। মিঠুনের ছোট ছেলে কি পারবেন বলিউডের নিজেকে প্রতিষ্ঠিত করতে?সূত্র-জি নিউজ।

আরও পড়ুন:

এবার ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমায় জন সিনা

‘এলওএল: ল্যান্ড অফ লুঙ্গি’ ছবিতে অক্ষয়ের বদলে ভিকি

প্রিন্ট করুন প্রিন্ট করুন

আরো খবর »

শরীরচর্চা করতে গিয়ে শ্রাবন্তীর এ কী হাল!

*

অনন্তর ‘দিন দ্য ডে’ সিনেমাটি মুক্তি পাবে ডিসেম্বরে

*

আজ শিল্পকলায় থিয়েটারের ‘দ্রৌপদী পরম্পরা’

*