রোনালদোর জোড়া গোলে আল নাসরের বড় জয়

Posted on April 5, 2023

স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচে জোড়া গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবমিলিয়ে সৌদি ক্লাব আল নাসেরে সময়টা ভালোই কাটছে সিআর সেভেনের। সবশেষ আল আদাহর বিপক্ষে ম্যাচেও রোনালদো পেয়েছেন দুটি গোলের দেখা। সৌদি প্রো লিগে পর্তুগিজ তারকাদের জয় ৫-০ গোলের বিশাল ব্যবধানে।

পর্তুগালের জার্সিতে ইউরো বাছাইয়ে আগের দুই ম্যাচে রোনালদোর জোড়া গোল দুই আন্তর্জাতিক দল লিখটেস্টেইন ও লুক্সেবার্গের বিপক্ষে। এবার পেলেন আল আদাহর বিপক্ষে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে আল আদাহর মাঠে মুখোমুখি হয় আল-নাসের। ম্যাচের চতুর্থ মিনিটে সফরকারীরা রোনালদোর আক্রমণে এগিয়ে যেতে পারত। তার সেই চেষ্টা ব্যর্থ হয়। উল্টো নিজেদের রক্ষণে চাপ সামলাতে হয় স্বাগতিক আল-আদাহর। অল্প সময়ের ব্যবধানে দু’বার তারা নাসেরকে পরীক্ষায় ফেলে তারা।

এরপর ম্যাচের ১৪ মিনিটে ফ্রি-কিক পেয়েছিল আল নাসের। যদিও সেই ফ্রি-কিক থেকে কোনো ফল আসেনি। ম্যাচের ২০তম মিনিটে কয়েকবার প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় আল নাসের। যদিও কোনোভাবেই পাচ্ছিল না গোলের দেখা। তবে একের পর এক আক্রমণের ফল পায় আল নাসের। ম্যাচের ৪০তম মিনিটে গোলের দেখা পায় আল নাসের। আল-আদাহর ডি-বক্সে আবদুল্লাহ আল আমরি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় নাসের। সে সময় সফল স্পট কিক নেন রোনালদো। এরপর আর তেমন কোনো জোরালো আক্রমণ করতে না পারায় ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসের।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণ বজায় ছিল আল নাসেরের। সেই ধারাবাহিকতায় এবার বেশ দ্রুত তারা গোলও পেয়ে যায়। ৫৫ মিনিটে তালিসকার গোলে দ্বিগুণ লিড পেয়ে যায় রোনালদোর দল। এরপর পর্তুগিজ তারকা রোনালদো দুর্দান্ত একটি গোল করেন বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে।

ম্যাচের ৬৬ মিনিটে করা তার সেই গোল আল নাসেরের হয়ে ব্যবধান ৩-০ ব্যবধান এনে দেয়। ৭৮ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তালিসকা। যোগ করা সময়ে আয়মান ইয়াহিয়া আল নাসরের হয়ে ৫ম গোলটি করেন।

বড় জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকতে হচ্ছে আল নাসরকে। এক পয়েন্টে পিছিয়ে আছে তারা আল ইতিহাদের চেয়ে। শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৫৩।

আরও পড়ুন:

বিরাট অর্থে বিক্রি হয়ে যাচ্ছে WWE!

পিএসজি সমর্থকদের কটাক্ষের শিকার মেসি

আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন সাকিব