আন্তর্জাতিক ডেস্ক : ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড পতন হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফান্ড পেতে দেশটি যখন হিশশিম খাচ্ছে তখন মুদ্রাটির এমন পতন হলো। তাছাড়া পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। খবর জিও নিউজের।
মঙ্গলবার (৪ এপ্রিল) আন্তঃব্যাংক বাণিজ্যে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রাটির মান দাঁড়ায় ২৮৭ দশমিক ২৯ রুপিতে। আগের দিন সোমবার এক ডলার সমান ছিল ২৮৫ দশকি শূন্য চার রুপি।
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে ২ মার্চ রুপির মান রেকর্ড পতন হয়। ওই দিন ডলারের বিপরীতে রুপির মান ছিল ২৮৫ দশমিক শূন্য দশমিক নয়।
অন্যদিকে দেশটিতে পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির। বার্ষিকভিত্তিতে চলতি বছরের মার্চ মাসে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩৫ দশমিক ৩৭ শতাংশ হয়েছে।
বিনিয়োগ কোম্পানি আরিফ হাবিব করপোরেশনের তথ্য অনুযায়ী, মার্চে পাকিস্তানে মূল্যস্ফীতির যে হার পাওয়া গেছে, তা ১৯৬৫ সালের জুনের পর সর্বোচ্চ।
পাকিস্তানে গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে। তাছাড়া গত বছরের জুনের পর বার্ষিকভিত্তিতে মূল্যস্ফীতি ২০ শতাংশের উপরেই থাকছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির বড় পতন https://corporatesangbad.com/22999/ |