নিজস্ব প্রতিবেদক : বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর বেড়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের শেয়ারে। মঙ্গলবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে দশমিক ০৬৯ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ইউনিলিভার কনজিউমার সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ১ হাজার ১৯৮ টাকা ৭০ পয়সা বা ৩৭.৪৬ শতাংশ কমেছে। তবে ৬০ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।
সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬০ শতাংশ বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৩ হাজার ২০০ টাকা ২০ পয়সা। ৬০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ২ হাজার টাকা। এর বিপরীতে মঙ্গলবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ২ হাজার ১ টাকা ৫০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ০.০৬৯ শতাংশ কমেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইউনিলিভারের রেকর্ড ডেটের পর দর বেড়েছে https://corporatesangbad.com/22984/ |