আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ট্রেন থেকে এক কেজি হিরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)'র একটি টিম।
সোমবার দুপুরে চাপাইনবয়াবগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহানন্দা ট্রেনে অভিযান চালিয়ে এক কেজি হিরোইন উদ্ধার করে দর্শনা বিওপির টহল টিম।
চুয়াডাঙ্গা বিজিবি-৬'র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গার দর্শনা রেল ষ্টেশন হয়ে চাপাইনবাবগঞ্জ হতে খুলনা অভিমূখী ছেড়ে আসা মহানন্দা ট্রেনে ভারতীয় হিরোইন পাচার করা হবে এমন গোপণ সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা রেলস্টেশনে অভিযান চালায়। ট্রেনটি দর্শনা রেলস্টেশনে থামলে দ্বিতীয় বগি তল্লাশি চালিয়ে এক কেজি হিরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সুবেদার নওশের আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ উদ্ধার করা হিরোইন দর্শনা থানায় সোপর্দ করে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় ট্রেন থেকে এক কেজি হিরোইন উদ্ধার https://corporatesangbad.com/22859/ |