জেমিনি সী ফুডের ২ উদ্যোক্তার সোয়া ২ লাখ শেয়ার বিক্রি

Posted on April 4, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত জেমিনি সী ফুড লিমিটেডের দুই উদ্যোক্তা প্রায় সোয়া দুই লাখ শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে তারা শেয়ার বিক্রি করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, জেমিনি সী ফুডের উদ্যোক্তা কাজী আনিস আহমেদ ব্লকে সম্প্রতি ১ লাখ ২২ হাজার শেয়ার বিক্রি করেছেন। একই সঙ্গে আরেক উদ্যোক্তা আমিনাহ আহমেদও ১ লাখ শেয়ার বিক্রি করেন।

প্রসঙ্গত, এ দুই উদ্যোক্তা গত ২৯ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জকে শেয়ার বিক্রির আগ্রহের কথা জানিয়েছিলেন।