দু‘দিন বন্ধ থাকার পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি সচল

Posted on April 4, 2023

বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশি রপ্তানি পণ্যবাহী মাছের ট্রাকে স্বর্ণ পাচারের ঘটনায় ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও ভারতের পেট্রাপোল বন্দরে আধুনিক স্ক্যানার স্থাপনের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় পেট্রাপোল ব্যবসায়ী সংগঠন। এর ফলে দুইদিন বন্ধ থাকার পর পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে সমস্যা সমাধানের আশ্বাসে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ী সংগঠনের সাথে ভারতীয় কাস্টমসের ফলপ্রশু আলোচনার পর আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।

গত শনিবার ও রবিবার শুধুমাত্র রপ্তানি বাণিজ্য বন্ধ রাখলেও রবিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য আমদানি- রপ্তানি বন্ধের ঘোষনা দেয় ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। ফলে বেনাপোল বন্দর এলাকায় আটকা পড়ে হাজার হাজার পণ্যবাহী ট্রাক।

বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, সকালে ভারতের পেট্রাপোল কাস্টমসের সংগে সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ফলপ্রশু আলোচনার পর আমদানি- রপ্তানি কার্যক্রম চালু করেছে। তবে যে সমস্ত পণ্যের পুরাতন আইজিএম (ইমপোর্ট জেনারেল পারমিট) করা শুধুমাত্র সেই সমস্ত পণ্যের চালান আমদানি হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার শেখ এনাম আহমেদ জানান, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হওয়ায় বেলা ৫টা পর্যন্ত ভারত থেকে ২৮০ ট্রাক পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং বেনাপোল থেকে ১৬০ ট্রাক পণ্য ভারতের পেট্রাপোল বন্দরে রপ্তানি হয়েছে।