আইপি টিভিতে সংবাদ প্রচার না করার নির্দেশ

Posted on April 4, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী, কোনো আইপি টিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করা যাবে না। এ সংক্রান্ত একটি বিলও মন্ত্রিসভায় পাস হয়েছে। এরপরেও আইপি টিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন কমছে না। এর পরিপ্রেক্ষিতে আইপি টিভিতে সংবাদ পরিবেশন বন্ধ করতে নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) এর ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী, আইপি টিভিগুলো কোনোরকম সংবাদ প্রচার করতে পারবে না। লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো নিবন্ধিত/অনিবন্ধিত আইপি টিভি এ নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রচার করছে।

এতে আরও বলা হয়, নীতিমালা লঙ্ঘন করা আইপি টিভিগুলোকে সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য নির্দেশ অনুরোধ করা হলো। অন্যথায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।