সুবিধাবঞ্চিত শিশুদের জন্য "কেএফসি স্বপ্নের পাঠশালা" ক্লাসরুমে পরিণত হলো কেএফসি স্টোরগুলো

Posted on April 3, 2023

কর্পোরেট ডেস্ক : বাংলাদেশে ট্রান্সকম ফুডস লিমিটেড দ্বারা পরিচালিত বিশ্বজুড়ে স্বনামধন্য ফ্রাইড চিকেন ব্র্যান্ডকে এফসি-এর একটি নতুন উদ্যোগ“কেএফসি স্বপ্নের পাঠশালা”। দেশজুড়ে থাকা পথশিশুদের একটি নিরাপদ এবং আনন্দদায়ক শিক্ষার পরিবেশ প্রদানই হলো তাদের লক্ষ্য।

"কেএফসি স্বপ্নের পাঠশালা" পরিচালিত হচ্ছে মজার স্কুল ও লিডোর সহযোগিতায়।৬ মাস পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালানোর পর কেএফসি সবগুলো আউটলেটে এই স্কুল চালু করার পরিকল্পনা করছে।

যেখানে প্রতিদিন সকালে রেস্টুরেন্টগুলোকে পরিণত করা হবে একেকটি ক্লাস রুমে। এখানে শিশুরা প্রাথমিক শিক্ষার পাশাপাশি ইংরেজি, অংক, সৃজনশীল নানা বিষয়, স্বাস্থ্য শিক্ষাসহ জীবনের চলার পথের নানা বিষয় সম্পর্কে শিখতে পারবে।প্রতিটি ক্লাস সেশন চলাকালে খাবার সরবরাহের পাশাপাশি কেএফসি বাচ্চাদের বই, স্টেশনারি, স্কুল ব্যাগ এবং বিভিন্ন বোর্ডগেমও সরবরাহ করছে।

ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও, মিঃ অমিত দেব থাপার মতে, "কেএফসি স্বপ্নের পাঠশালা" একটি দীর্ঘমেয়াদী প্রকল্প যার লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশুদের জীবন পরিবর্তনের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করা।

আমরা মনে করি এই উদ্যোগের মাধ্যমে শিশুরা বিভিন্ন সুবিধা গ্রহনের পাশাপাশি নিজেদের চরিত্র গঠন করতে পারবে যা শুধু তাদের নিজেদের জন্যই নয় বরং সমাজের জন্যে ও কল্যাণ বয়ে আনবে।আমরা মনে করি পথশিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করে ওদের জীবনে পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ।