২০৪০ সাল নাগাদ এক কোটির বেশি কর্মী ঘাটতির আশঙ্কা জাপানে

Posted on April 3, 2023

আন্তর্জাতিক ডেস্ক : ২০৪০ সাল নাগাদ জাপানে এক কোটি ১০ লাখ কর্মীর ঘাটতি দেখা দিতে পারে। একটি গবেষণায় এমন চিত্র ফুটে উঠেছে। এর অন্যতম কারণ হচ্ছে দেশটির মানুষের বয়স বৃদ্ধিজনিত সমস্যা। খবর ব্লুমবার্গের।

ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক-ট্যাংক রিক্রুট ওয়ার্কস ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, ২০২৭ সালের পর দেশটিতে কর্মক্ষম মানুষের সংখ্যা দ্রুত কমতে থাকবে। তাছাড়া ২০২২ সাল থেকে ২০৪০ সালে শ্রমিক সরবরাহ প্রায় ১২ শতাংশ কমে যাবে।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জন্মহার বাড়ানোর পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। এর আগে জন্মহার ব্যাপকভাবে কমে যাওয়ায় তিনি সোসাইটাল বিপর্যয়ের কথা উল্লেখ করেন। আগামী পাঁচ বছরে আরও দক্ষ কাজের জন্য কর্মীদের প্রশিক্ষণে প্রায় সাত দশমিক ছয় বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।